1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রাত ১:৪৮ ২৮শে পৌষ, ১৪৩১ ১২ই জানুয়ারি, ২০২৫
Title :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেশে সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ কিশোর গ্যাংয়ের হাত থেকে ছোট ভাইকে উদ্ধার করতে যেয়ে বড় ভাই হারালেন নিজের প্রান নিখোঁজের দুই মাস পর বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ পাঁচ বছরের শিশুর মৃত্যু। গাইবান্ধায় প্রতিবন্ধীদের অধিকার,সুরক্ষা ও শনাক্তকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।। প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ। ফারস গ্রুপের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বন্যার্তদের জন্য ৬৫ লাখ টাকা প্রদান। বিরামপুর বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু সংশয়ে জীবনের ঝুঁকি স্বৈরাচারের দোসর তাকসিম এ খানের পথে হাঁটছে ঢাকা ওয়াসা বর্তমান প্রশাসন মেহেরপুরে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে টাকা চুরি চিকিৎসার জন্যে লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাবনায় জালসায় তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২  রাজশাহীতে মিটার চুরিতে আতঙ্কে ব্যবসাীরা, বিকাশ নম্বরে টাকা দিলে উদ্ধার হচ্ছে ঝোপ-জঙ্গলে চাটখিলে শেখ হাসিনার ছবির ব্যানারে বই বিতরণ। স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিজাম উদ্দিন সচিবালয় প্রবেশের সাংবাদিকসহ সব বেসরকারি পাস বাতিল। এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ ‘র। অবৈধ বিদেশি নাগরিকদের সময়সীমা বেঁধে দিলো সরকার

পাবনায় জালসায় তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ 

  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
  • 45 Time View

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়ায় জালালের ঢাল জামে মসজিদের জালসায় মেয়েদেরকে কটুক্তি করায়

বিএনপির দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষে দুই জন গরুতর আহত হয়েছে। 

আহতদের মধ্যে লক্ষ্মণ কর্মকার(৩৫) নামক এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার অবস্থা অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর  হাসপাতালে স্থানান্তর করা হয। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আজ ৪ জানুয়ারি সকাল সাতটার দিকে আটঘরিয়া বাজার ও জালালের ঢালে এই ঘটনা ঘটে। আহতরা হলো-উত্তরচক জালালের ঢাল গ্রামের মিন্টু কর্মকারের ছেলে লক্ষ্মণ কর্মকার, একই এলাকার মুকুল খার ছেলে আকুব্বার খা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্গরতিবছরের ন্যায় গত ৩ জানুয়ারি উপজেলার জালালের ঢাল জামে মসজিদের বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়।এদিন সন্ধ্যা আটটার দিকে জালসায় আসা কয়েক জন মেয়েকে দেখে যুবদল নেতা ইমরাম, শান্ত গং কটুক্তি করে। 

বিষয়টি জালসা কমিটির লোকজন জানতে পারলে তাদেরকে বাঁধা নিষেধ করে। এসময় লক্ষ্মণ নামক এই ছেলেটি উপস্থিত ছিল। পরে তারা উল্টো জালসা কমিটির লোকজনকে মারপিট ও তুলে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। 

পরের দিন ৪ জানুয়ারি শনিবার সকাল সাতটার দিকে লক্ষ্মণ কর্মকার আটঘরিয়া বাজারের তার দোকান খুলতে যায়। এসময় বিএনপির নেতা অলি,ইমরান, শান্ত সহ ১০-১৫ জনের জিআই পাইপ, চাপাতি, টাঙ্গীসহ দেশি অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে লক্ষ্মণকে কুপিয়ে বেধরক মারপিট করে দুই পাঁ ভেঙে দেয়। 

পরে লক্ষ্মণের আত্নচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে দ্রুত তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। 

আটঘরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকুব্বর খা সহ কয়েকজন দ্রুত আহত লক্ষ্মণকে এ্যাম্বুলেন্সে তুলে দিতে গেলে তাৎক্ষণিক অলি,ইকরাম, শান্ত সহ ১০-১৫ জন অতর্কিত হামলা চালিয়ে আকুব্বর খাকে ব্যাপক মারপিট করে ফোলা জখম করে পালিয়ে যায়। 

৫ নং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকুব্বর জানান, আওয়ামী লীগের সময় অলি গং ব্যাপক চাঁদাবাজি, মাস্তানি ছিনতাই রাহাজানি করেছে। আর এখন বিএনপির ছত্রছায়ায় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে এসব করছে। তবে আমরা এর সুষ্ঠু বিচার চাই নেতাকর্মীদের কাছে। 

৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান জানান, অলি বিএনপির নাম ভাঙ্গিয়ে যে অপকর্ম গুলো করছে। এটা ঠিক না। লক্ষ্মণ ও আকুবাবরকে যে ভাবে মারাধর করা হয়েছে এটা জঘন্যতম কাজ। দলের জন্য এটা লজ্জা জনক ব্যাপার। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হয়ে  উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে সুবিচার হওয়া দরকার বলে মনে করছেন এই নেতা। 

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights