আবদুল আহাদ হোসেন : র্যাব-৩ এর গোয়েন্দা দল বিগত কয়েকদিন আগে জানতে পারে কিছুদিনের মধ্যে ঢাকার কোনো এক লোকেশনে বোমা বানানো হবে।তারই ধারাবাহিকতায় আজ বাড্ডা এলাকায় বোমা বানানো চলছিল।বোমা বানানোর প্রায় শেষ পর্যায়ে র্যাব-৩ এর আভিযানিক দল বাড়িটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং বোমা বানানোর সময় তে তিনজনকে গ্রেফতার করে। তাদেরকে ৬৫ টি বানানো ককটেল সদৃশ বোমাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোট পাঁচজন এই বোমা বানানোর কাজে বিশেষজ্ঞ। একেক জন বোমা বানানোর প্রক্রিয়ায় এক একটি কাজে অভিজ্ঞ। দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। (১)মো ফাহিম রহমান আব্দুল্লাহ (২২), (২) /মোঃ লিমন (২০) (৩), মোঃ আকুল মিয়া (২১) সহ এই তিনজনকে বোমা বানানোর সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।লোকাল থানার সাথে যোগাযোগ করা হয়েছে। এগুলো বহন করা বিপদজনক তাই র্যাবের বোম্ব স্কোয়াড বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করবে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন র্যাব।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন