মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আবুধাবিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২১মে) আবুধাবিস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সমবেত কন্ঠে ইউএই এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, কেক কাটা, উভয় দেশের বিভিন্ন সাংস্কৃতিক আচার অনুষ্ঠান এবং নৈশভোজ সহ নানা আয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা ও আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত মান্যবর রাষ্ট্টদূত মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ফরেন আফিয়ার্সের আসিস্ট্যান্ট মিনিস্টার সুলতান আল শামসি। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন আমিরাতে নিযুক্ত পাকিস্তান, শ্রীলংকাসহ ৫০ দেশের রাষ্ট্রদূতগন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ওয়ার্ল্ড সিআইপি এসোশিয়েসনের সভাপতি মাহতাবুর রহমান নাসির। অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট, জনাতা ব্যাংক, বিমানের উধ্বর্ত্বন কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ, প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, বর্তমানে ইউএইর সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। এবং আগামী বছর হতে তা পার্টনারশীপ পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে।
কনসাল জেনারেল এবিএম জামাল হোসেনের মতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান আমিরাতে সফরে ও আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে সূচনা করেছেন তা অদূর ভবিষ্যতে আরো দৃঢ়তর হবে।
প্রবাসীদের প্রত্যাশা ৫০ বর্ষপূর্তি উদযাপনের মাধ্যমে আমিরাতের সাথে দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার পাশাপাশি প্রবাসীদের ভিসাসহ নানা জটিলতার অবসান হবে।
মন্তব্য করুন