সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক ও জমা জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজি পাপিয়া(৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত পাপিয়া পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত. নুরুল ইসলাম মাস্টারের মেয়ে৷ একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের অবঃ সেনা সদস্য শরিফুল ইসলাম রিজু খন্দকারের সাথে বিবাহ হয় তার।বিবাহের কিছুদিন পর থেকেই পাপিয়া তার স্বামী রিজু সহ পিতার বাড়ীতেই থাকেন বর্তমানে পাপিয়ার এর দুইটি ছেলে সন্তান রয়েছ।
শনিবার(১৮ মে) সকাল আনুমানিক ৮.৩০ ঘটিকায় নিহত পাপিয়ার প্রতিবেশী চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়ার পৈত্রিক পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ লাগাতে যায়। এতে পাপিয়া সহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে দুলা মিয়া হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জগম হয়ে মাটিতে পড় যায়। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথের মধ্যেই পাপিয়ার মৃত্যু হয়৷ হত্যকারী দুলা মিয়াএকই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে৷ স্বজনদের দাবি দ্রুত এই হত্যাকারী দুলা ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুলা মিয়ার ছেলে রাব্বির স্ত্রী পারভিনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন