পাবনা জেলা প্রতিবেদক :পাবনার সুজানগরে ভাটপাড়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ৫ জন মিলে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে ওই ছাত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৮ মে) রাত পৌনে ৯টার দিকে পড়াশোনা শেষ করে বাথরুমে যাচ্ছিল ওই শিক্ষার্থী ৷ এসময় সুযোগ বুঝে ওই এলাকার বখাটে বারেক, ইমন ও সাজিদ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাশের নির্মাণাধীন একটি ফ্ল্যাটে ৷ পরে তাদের দলে আরও যুক্ত হয় সাব্বির ও তুহিন নামে ওই এলাকার দুইজন বখাটে। এরপর সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। এসময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবসীর।
স্থানীয়রা আরও জানায়, বখাটেদের মধ্যে বারেক আগেও ২০১৭ সালে অন্য এক মেয়েকে ধর্ষণ করেছিলেন। পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন সেই ধর্ষিতা নারী। আর বাকি ৪ জনের বিরুদ্ধেও এলাকার মেয়েদের বিভিন্নভাবে ইভটিজিং করার অভিযোগ রয়েছে৷
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানি বাদী হয়ে পাবনার সুজানগর থানায় ৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, ‘গতকাল রাতে ধর্ষণের ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানি থানায় এসে লিখিত অভিযোগ করে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন