আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। ৭০ শতাংশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের বাসিন্দা নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো: সেলিম এর পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে জানান সাবেক চেয়ারম্যান সেলিম।
জানা যায়, প্রায় ৭০শতক জায়গার উপর এ পুকুটিতে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করছে সাবেক চেয়ারম্যান সেলিম। এবারও পুকুরে নানা ধরনের দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো আর কিছুদিন গেলেই। এতে পুকুর মালিকের প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। মরে যাওয়া মাছ ভেঁসে উঠলে গ্রামের পাড়া প্রতিবেশীরা দেখতে এসে অনেকেই তুলে বাড়িতে নিয়ে যেতে দেখা গেছে।
এঘটনায় ভুক্তভোগী পরিবার ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম অভিযোগ তুলে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান আমাদের পাড়া প্রতিবেশীরা। পূর্ব শত্রুতার জের ধরেই এমন কাজ করেছে। সকালে পুকুরের পাড়ে মাছ ভেঁসে থাকতে দেখে সেখানে গেলে বিষের মোড়ানো প্যাকেটও পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ঘটনা কারা ঘটাতে পারে বলে আপনারা মনে করছেন? এমন প্রশ্নে তারা আরও বলেন, ঘটনার সাথে শাখাওয়াত, বিল্লাল, ছাব্বির, সহ অজ্ঞাত আরও দুই থেকে তিনিজন ব্যাক্তি জড়িত আছে আমরা স্থানীয় পাড়া প্রতিবেশীদের মাধ্যমে কিছুটা জানতে পেরেছি। আর তাদের সাথে আমাদের বাড়ির রাস্তার জায়গার সীমানা নিয়েও কিছুদিন ধরে নানা জামেলা চলছে সন্দেহের তালিকায় তারা থেকেই যায়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করবো। প্রশাসনের নিকট আমাদের দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ অপরাধের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।
এবিষয়ে অভিযুক্ত শাখাওয়াত ও সাব্বির বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাজানো নাটক। এঘটনার সাথে আমরা জড়িত নই। প্রমাণ করতে পারলে যে কোন শাস্তি মেনে নেব।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন