এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দুনিয়ার মজদুর এক হও শ্রমিকের দাবি বাস্তবায়নে মত দাও এরই প্রতিপ্রাদ্য নিয়ে সারা দেশের সাথে বিরামপুর উপজেলার ঢাকা মোড়ে যথাযথ মর্যাদায় ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়। উল্লেখ্য,বিশ্বের অনেক দেশেই ‘মে ডে’ পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে ব্যবহ্ত হয়েছে। কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে। ১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে।রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন,আট ঘণ্টা কাজ,আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম। সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে,যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন।
সে সময় কারখানায় কোন নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সেসময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। পরবর্তী কয়েক দিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও, আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে উক্ত হতে থাকেন। এ সময় কিছু নৈরাজ্যবাদীও এতে যোগ দেন যারা কোন রকম নিয়ম ও আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করেন না। এরই ধারাবাহিকতায় আজ দিনাজপুর বিরামপুরে ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস-২০২৪ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১লা মে দিবস উপলক্ষে দিনাজপুর বিরামপুর ঢাকা মোড়ে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি শিবলী সাদিক,মাননীয় জাতীয় সংসদ সদস্য,১১ দিনাজপুর। বিশেষ অতিথি মোঃ আক্কাস আলী,মেয়র বিরামপুর পৌরসভা,দিনাজপুর। নুজহাত তাসনীম আওন,উপজেলা নির্বাহী অফিসার,বিরামপুর দিনাজপুর।মনজুরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার,বিরামপুর সার্কেল,দিনাজপুর। মুরাদ হোসেন,সহকারীকমিশনা(ভুমি),বিরামপুর দিনাজপুর। সুব্রত কুমার সরকার,অফিসার ইনচার্জ বিরামপুর থানা,দিনাজপুর। বাবু শিবেশ কুমার কুন্ডু,সভাপতি,অটো বাইক চালক সমিতি,বিরামপুর দিনাজপুর।
সভাপতিত্বে ছিলেন,বাবুল হোসেন (বাবুল্লা) সভাপতি,শ্রমিক ঐক্য পরিষদ,বিরামপুর দিনাজপুর। সঞ্চালনায় ছিলেন,মুকুল সরকার,সম্পাদক,অটো বাইক চালক সমিতি,বিরামপুর দিনাজপুর। এছাড়াও শহরের অন্যান্য শ্রমিক দলের সদস্য গন সহ স্হানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন