1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রোহিঙ্গা ক্যাম্প এখন অপরাধের শীর্ষ অপরাধস্থল - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন রাত ১:৫৫ ২৭শে ভাদ্র, ১৪৩২ ১১ই সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম :
হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন। কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ আমতলীতে এতিমখানায়, ৪ সাংবাদিক এর বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ জালিয়াতির মাধ্যমে কলেজের অধ্যক্ষ হিসাবে মাহমুদুল হাসানের অবৈধ নিয়োগ নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার রাজস্থলীতে বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।। সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির (আলাল-দুলাল) দুই ভাই বেপরোয়া। পটুয়াখালী ভার্সিটিতে, সামুদ্রিক শৈবাল থেকে, তৈরি হচ্ছে দেশ বিদেশের পুষ্টিকর খাবারসহ নানান প্রসাধনী।।

রোহিঙ্গা ক্যাম্প এখন অপরাধের শীর্ষ অপরাধস্থল

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

উখিয়া উপজেলা থেকে টেকনাফ উপজেলার মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা স্থানীয় জনসংখ্যার চারগুণ।২০১৭ সালে আসা রোহিঙ্গা ১৩ লাখের চেয়ে বেশি। বিগত ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী বৃদ্ধি পেয়ে প্রায় ২১ লাখের মতো। এই বৃদ্ধিকৃত জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মাঝে মধ্যে এখনোও বার্মা থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন ঘটে নানাভাবে। কাজেই এতো রোহিঙ্গা জনগোষ্ঠীর বৃদ্ধি এবং ১৯৯২ সালে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার জন্য উখিয়া টেকনাফের জলবায়ুর পরিবর্তন,আবাদি জমি বিলুপ্তির পথে।এই রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে বিভক্ত।৩৩ টি ক্যাম্প এখন মাদকের হটস্পট বিভিন্ন অপরাধ কর্মের স্পট। ইয়াবা ও আইস পাচারের পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি ও মানব পাচার ভয়াবহ আকার ধারণ করেছে সেই সাথে অনৈতিক কর্মকান্ডেও জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযান অব্যাহত থাকলেও রোহিঙ্গা সন্ত্রাসীদের একাধিক গ্রুপ এখনও তৎপর রয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক দফতরের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রবেশ করা মাদকের মাত্র ১০ শতাংশ ধরা পড়ে। অন্যদিকে আঙ্কটাডের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকার মাদক পাচার হয়। সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ব্যবহার করে মিয়ানমারের আরাকান আর্মি ইয়াবা ব্যবসা চালাচ্ছে।

জেলা পুলিশের হিসাবে, শুধুমাত্র চলতি বছরের আট মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যা, মাদক, অপহরণ, ধর্ষণসহ ১০ ধরনের অপরাধে হয়েছে ২৫০টি মামলা। এর মধ্যে হত্যা মামলা ১৮টি, মাদক মামলা ১৫০টি, অপহরণ মামলা ৫০টি এবং ধর্ষণের মামলা ১২টি। ২০১৭ সাল থেকে গত আট বছরে খুন হয়েছেন ৩০০ জনের বেশি রোহিঙ্গা; দায়ের হয়েছে ২৮৭টি হত্যা মামলা। টেকনাফ-উখিয়ার ক্যাম্পগুলোতে অন্তত ১০টি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। আগে এ সংখ্যা ছিল ১৪। এদের মধ্যে টেকনাফের আবদুল হাকিম বাহিনী মুক্তিপণ আদায়ের জন্য অপহরণে সবচেয়ে বেশি সক্রিয়। মুক্তিপণ না পেলে হত্যা করে লাশ গুমের অভিযোগও রয়েছে এ বাহিনীর বিরুদ্ধে।

ক্যাম্পবাসীদের মতে, অপহরণ এখন নিয়মিত ঘটনা। টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা কালা মিয়া ওরফে কালু জানান, গত মে মাসে তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ার পর মুক্তি পান তিনি। একই ক্যাম্পের সাবের আলমও ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। তাদের দাবি, এসব ঘটনায় জড়িত অন্তত ১০টির বেশি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে।

রোহিঙ্গা নেতাদের তথ্য অনুযায়ী, গত এক বছরে ক্যাম্পগুলোতে শতাধিক নতুন মাদক আখড়া গড়ে উঠেছে। বর্তমানে চার শতাধিক স্থানে ইয়াবা ও অন্যান্য মাদক বিক্রি ও সেবন চলছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর অভিযানের ঘাটতিকে সুযোগ হিসেবে নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “১৩টি ক্যাম্পে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা থাকলেও পুলিশ সদস্য সংখ্যা তুলনামূলক ভাবে কম।যা আছে তাতেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে তদারকি করা আইন আইনানুগ ভাবে দূর্বিসহ।কাজেই দেশের, উখিয়া টেকনাফের মানুষের জীবন-মান স্বাভাবিক রাখতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রর্ত্যাবর্তন দরকার। জনগণের মতে এরা দেশের জন্য,বিশেষ করে উখিয়া টেকনাফের জন্য হুমকি স্বরুপ। আগামীতে এদের জন্য যুদ্ধের মুখোমুখি হতে হবে এমনটাও মনে করেন এলাকাবাসী তথা উখিয়া টেকনাফ উপজেলার জনগণ।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights