যশোর জেলা প্রতিবেদক : যশোর বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির আড়ালে অস্ত্র পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ৪৯ বিজিবির বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) ও তার সহকারী রাম দাস নাওয়াদি (২৪)।
বিজিবি জানায়, মরিচবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করলে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির সময় চালকের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জব্দ করা পিস্তল ও গুলির আনুমানিক বাজারমূল্য এক লাখ তিন হাজার সাতশত বিশ টাকা।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন