নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে নতুন করে ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও ২ হাজার জনকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এএসআই নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো হবে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, “আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাঠ প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি ও ইউএনওদের লটারির মাধ্যমে পদায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, “এ তথ্য সঠিক নয়।”
মন্তব্য করুন