মো. হাসান : বান্দরবান প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ওই এলাকার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।
ভুক্তভোগীর স্বামী জানান, তিনি রাত অবধি খামারে বাগানের কাজে ছিলেন। ওই সুযোগে রাত ৯টা থেকে ১০টার মধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল ও রাব্বি। পরে তিনি রাতেই বিষয়টি লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন এবং অভিযোগ দায়ের করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হলে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ধর্ষণের আলামত সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন