1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন সকাল ৮:১২ ৭ই বৈশাখ, ১৪৩২ ২০শে এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশা খালে : নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহার না হলে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক গুনতে হবে: বিজিএমইএ নেতাদের উদ্বেগ বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা হতে বিপুল পরিমান দেশি-বিদেশী মাদকসহ ২ টি দেশীয় অস্ত্র জব্দ রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের প্রতিনিধি দল, কাতারে যাচ্ছেন উখিয়ার রিপাও গজারিয়ায় পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ চীনের অর্থায়নে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

কুড়িগ্রামে অন্যের জমিতে জোর পূর্বক কবরস্থান নির্মাণের বাধা দেওয়ায় বিধবাকে অমানবিক নির্যাতন এবং বাড়ি ঘর ভাংচুর

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ Time View

আব্দাহিয়ুর রহমান আপেল,কুড়িগ্রাম :

কুড়িগ্রাম উলিপুরে দীর্ঘদিন ধরে মৃত চাচার সম্পত্তি হাতিয়ে নেয়ার দুর্বিসন্ধি গড়ে আসছে ভাতিজারা।সকল পরিকল্পনা ব্যর্থহয়ে অবশেষে চাচার জমিতে কবরস্থান তৈরির নামে ১০০ দিনের কর্মসূচির শ্রমিকদের কাজে লাগিয়ে গন্ডগোলের সৃষ্টি, ঘরদুয়ার ভাংচুর এবং অমানবিক নির্যাতন করে আহত করেছে বিধবা নারী সহ এতিম সন্তানকে, দশ্যুদের ভয়ে মুখ খুলতে এবং প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না এলাকার নিরীহ এবং সাধারণ জনগণ, ঘটনার বিবরণে প্রকাশ।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনাঝাকুয়াপাড়া এলাকায় মরহুম আঃ মজিদ, মরহুম আঃ রহিম দুইভাই,ছোট ভাই আঃ রহিম আগে মারাগেলে তার নাবালক সন্তানদের নিয়ে স্বামীর ভিটা আকরে ধরে বসবাস করে আসছেন নির্যাতিতা অসহায় বিধবা ভুক্তভোগী হোসনেআরা পারভীন মেরি

স্বামী মারা যাওয়ার পর থেকে মরহুম আঃ মজিদের বড় ছেলে সামসুল হক,সাহালোম,এমদাদুল হক ও ফুফাতো ভাই সাজুসহ দুঃকৃতিকারী মহলটি মৃত আঃ রহিমের সমস্ত সম্পত্তি বেদখল করার জন্য বিভিন্ন ধরনের সরযন্ত্র ও পরিকল্পনা করে আসছিল, দীর্ঘদিন ধরে তারা অসহায় নির্যাতিত পরিবারটির উপর বিভিন্ন ধরনের নির্যাতন ও প্রভাব খাটিয়ে আসছিল।

ঘটনার দিন গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী বসতবাড়ির পাশেই দুই শরিকের একটি জমিতে কবর স্থান নির্মাণ এর নাম করে ১০০ দিনের কর্মসূচির শ্রমিকদের কাজে লাগিয়ে দেয়, এতে ভুক্তভোগী বিধবা মহিলা ও দুঃকৃতিকারীদলের সর্দার সামসুল হকের ছোট ভাই সিরাজুল ইসলাম বাধা ও আপত্তি প্রদান করিলে

তাদের উপর লাঠি সোটা দেশীয় ধারালো অস্ত্রসহ শামসুল হক, এমদাদুল হক, শাহ আলম ,শামসুল হকের ছেলে লাদেন সহ ১০-১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তাড়া করিয়ে বাড়ির ভিতর ঢুকায়ে এবং প্রাণভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিলে প্রথমে সেগুলো ভাঙচুর করে তাদের উপর আক্রমণ চালায় এবং তাদেরকে মারাত্মকভাবে জখম করে । এতে ভুক্তভোগীর আহত হয়ে পড়ে। আহত ব্যক্তিদের অটো রিক্সাযোগে স্থানীয় ব্যক্তিরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানোর চেষ্টা করলে প্রভাবশালীরা আহতদেরকে হাসপাতালে না নেওয়ার জন্য অটোরিকশাচালক কে হুমকি প্রদান করে। পরবর্তীতে ৯৯৯ এ কল করে স্থানীয় পুলিশ প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে ১৮ই এপ্রিল ভুক্তভোগী বিধবা মহিলা বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যার নং ২৮ /১১৩ , ধারাসমূহ-১৪৩,৪৪৭,৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৩৮০,৩৫৪,৪২৭,৫০৬,১১৪,৩৪ পেনাল কোর্ট।

উল্লেখ্য তাদের উপর এই বর্বরোচিত ও নৃশংস হামলার
ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।

একটি সূত্র মতে, শামসুল হকের স্ত্রী লুৎফা বেগমের ক্লাস ফ্রেন্ড বর্তমান ইউপি চেয়ারম্যান- সাইফুল ইসলাম এর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানির করে আসছে বলে জানা গেছে ।

সর্বশেষ গত ২২ এপ্রিল রাত ০০:১০ মিনিটে কোন এক অদৃশ্য ক্ষমতার প্রভাবে শামসুল হকের মা মোছাঃ সাজিরণ বেগমকে বাদী করে উলিপুর থানায় একটি মামলা রেকর্ড করান, যার নং ৩৬/১২১।

সরে জমিনে দেখা গেছে, ভুক্তভোগী বিধবা মহিলার বাড়িঘর দুয়ার ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে এবং তারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ভুক্তভোগী মহিলা জানান – আমার সন্তানরা বাহিরে থাকেন , আমি একজন বিধবা মহিলা। আমার সংসার দেখভাল করার জন্য আমি আমার ভাসুরের একটি ছেলের সহায়তা নিয়ে থাকি। এখন তারা আমাকে ভিটা ছাড়া করে আমার স্বামীর সম্পত্তি সমূহ জবরদখল করার জন্য বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ঘরছাড়া করেছে । আমি প্রশাসনের সর্বোচ্চ মহলের নিকট আকুল আবেদন জানাচ্ছি- আমার নিরাপত্তার জন্য এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য তারা যেন সুদৃষ্টি দেন।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights