1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসন থেকেই নির্বাচন করবেন: ড. খন্দকার মোশাররফ - দৈনিক শীর্ষ অপরাধ
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫২ অপরাহ্ন দুপুর ২:৫২ ১৮ই শ্রাবণ, ১৪৩২ ২রা আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম :
🔥 গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসন থেকেই নির্বাচন করবেন: ড. খন্দকার মোশাররফ ‘প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভায় সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফের সদস্যরা ঐক্যবদ্ধ’ নির্দিষ্ট সময়েই নির্বাচন, উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা: প্রেস সচিব পরবর্তী ৫-৬ দিন অস্থায়ী সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ: প্রেস সচিব আড়াইহাজারে বিএনপি’র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা ঢাকার কবিতা।———–ঢাকায় ঢাকা__———-আবদুল লতিফ জনি “পূন্য ভূমি”———- ———- —আবদুল লতিফ জনি ~~~~<< ০৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩০ জুলাই ২০২৫

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসন থেকেই নির্বাচন করবেন: ড. খন্দকার মোশাররফ

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনের আসন পুনর্নির্ধারণ কার্যকর হলে তিনি কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসন থেকেই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকার গুলশানে নিজ বাসভবনে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (তিতাস-হোমনা) দুটি আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই নির্বাচন ছিল একটি প্রহসন, যেখানে রাতেই ভোট কেটে নেওয়া হয়।”

ড. মোশাররফ জানান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালেই হোমনায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। তিনি আরও বলেন, “২০০২ সালে বৃহত্তর দাউদকান্দির উত্তরাঞ্চলের নয়টি ইউনিয়ন নিয়ে আমি তিতাস উপজেলাকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করি। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রে সে এলাকার জনগণ আমাকে সংসদে পাঠাতে পারেনি।”

তিনি বলেন, “নির্বাচনী আসনের সীমানা বহাল থাকলে তিতাস-হোমনাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমি এই আসন থেকে নির্বাচন করব। ইনশাআল্লাহ, নির্বাচনে বিজয়ী হলে অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করব এবং হোমনা-তিতাসকে দুটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করব।”

মতবিনিময় সভায় তিনি আরও জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন তাঁরই সুযোগ্য পুত্র, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদউজ্জামান সিকদার লিটন, দাউদকান্দি উপজেলা ফোরামের সেক্রেটারি জসিম উদ্দিন, তিতাস ফোরামের সহসভাপতি লায়ন শেখ ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর কবির, মহসিনসহ অন্য নেতারা।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও আগামী ৯ আগস্ট ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিতব্য ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারী নেতারা ড. মোশাররফ হোসেনকে তিতাস-হোমনা আসনে দেখতে চান এবং তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights