1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
“একজন অফিসারের গল্প :এম এ খালেক পিএসসি,যিনি আস্থা আর আর্দশের নাম” - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন সন্ধ্যা ৬:৪৯ ১৬ই শ্রাবণ, ১৪৩২ ৩১শে জুলাই, ২০২৫

“একজন অফিসারের গল্প :এম এ খালেক পিএসসি,যিনি আস্থা আর আর্দশের নাম”

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

রাজু আহমেদ :
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা জীবনের প্রতিটি অধ্যায়ে রেখেছেন সাহস, দক্ষতা, সততা ও মানবিকতার উজ্জ্বল স্বাক্ষর। জনাব এম এ খালেক পিএসসি সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আব্দুল খালেক) তেমনই একজন ব্যতিক্রমী মানুষ, যিনি একাধারে একজন দেশসেবক, প্রশাসক, রাজনীতিক ও সমাজসেবক।

✦ জন্ম ও পরিবার

১৯৪২ সালের ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামে এক শিক্ষিত মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এম এ খালেক। তাঁর পিতা মরহুম মৌলভী মোসলেহ উদ্দিন আহমেদ ছিলেন এলাকার মানুষের কাছে আদর্শবান দয়ালু সমাজগুরু ও শিক্ষক। মা মোসাম্মৎ আম্বিয়া খাতুন ছিলেন গৃহিণী ও ধর্মপ্রাণ মানুষ। ১২ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ।

✦ শিক্ষাজীবন

শিক্ষা জীবনে শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ও মননশীল। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু করে তিনি পার্শ্ববর্তী ছলিমগঞ্জ আদর্শ রৌফ মুন্সী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর ১৯৬১ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন।

ছাত্রজীবনে তিনি সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি কবিতা, গল্প, নাটক, জীবনীগ্রন্থ, ইতিহাসসহ নানা বিষয়ের প্রতি গভীর আগ্রহ দেখান।

✦ চাকরি জীবন: সাহসিকতা, সততা ও নেতৃত্বের প্রতীক

জনাব এম এ খালেক ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আর্মির কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।কর্মক্ষেত্রে তার মেধা,বিচক্ষণতা, দায়িত্বশিলতা ও অসামান্য অবধানের জন্য অল্পদিনে তিনি মেজর পদে পদন্নোতি পেয়েছিলেন,যা তদানিন্তন আর্মি অফিসারদের অত্যন্ত কঠিন ছিল। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ পুলিশ ক্যাডারে যোগদান করেন।সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদ অলংকৃত করে চাকরি থেকে অবসর নেন।

তাঁর বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি ময়মনসিংহ, পাবনা, রাজশাহী ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার হিসেবেও কাজ করেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা।

১৯৮৯ সালে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান এবং খুলনা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম ডিআইজি জোন চট্টগ্রামে তাঁর হাতেই প্রতিষ্ঠিত হয়।

১৯৯৪ সালে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে আসীন হন। এছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। ২০০০ সালে তিনি চাকরি জীবন থেকে অবসর নেন।

✦ রাজনৈতিক জীবন

চাকরি জীবনের অভিজ্ঞতা ও জনসেবার মানসিকতা থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। দলীয় নেতৃত্ব ও পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হন। তিনি একসময় জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় রাজনীতি ছাড়াও তিনি একটি অরাজনৈতিক জনসেবার ভাবধারায় কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তা, স্কুল, মসজিদ, মাদরাসা, খেলার মাঠ ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তিনি সত্যিকারের সমাজসেবকের ভূমিকা রেখেছেন।

✦ ব্যক্তিজীবন ও জনপ্রিয়তা

জনাব এম এ খালেক ছিলেন সর্বদা সৎ, নিঃস্বার্থ, নীতিবান ও বিনয়ী মানুষ। তিনি নিজ এলাকার মানুষদের কাছে অত্যন্ত প্রিয়, আস্থাভাজন ও নির্ভরযোগ্য নেতা। তাঁর কথা ও কাজের মধ্যে সবসময় ছিল শৃঙ্খলা, পরিকল্পনা ও জনগণের উন্নয়নের বাস্তব চিত্র।

জনগণ মনে করে, এমন একজন মানুষ, যিনি পুলিশ বাহিনী থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তিনিই পারেন জাতির জন্য বড় কিছু করতে।

✦ জনাব এম এ খালেক পিএসসি (অবঃ), সাবেক সংসদ সদস্য, সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) একজন আদর্শ নেতৃত্বের প্রতীক। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কাজ করে এবং রাজনীতির মাঠে থেকেও তিনি স্বচ্ছতা ও দেশপ্রেমের প্রতিচ্ছবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরবাসী তাঁর মত সাহসী, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাকে আবারও সংসদে দেখতে চায়।

🔹 সংবাদ প্রতিবেদক: রাজু আহমেদ
🔹 তারিখ: ২৯ জুলাই ২০২৫

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights