সাইফুল ইসলাম :
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা ও একটি সিএনজি চালিত অটোরিকশা।
এই সফল অভিযানটি পরিচালিত হয় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন এর সার্বিক দিকনির্দেশনা এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র ও এসআই (নিঃ) মিল্টন দে, বিপিএম, সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানটি ১৮ জুলাই গভীর রাত ৩টা ৫০ মিনিট থেকে সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া এবং হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রী:ইয়াবা ট্যাবলেট: ১২,০০০ পিস,নগদ অর্থ: ২৩,০০০ টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে),সিএনজি চালিত অটোরিকশা: ১টি
গ্রেফতার: ৩ জন মাদক ব্যবসায়ী
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে মাদক চক্রের একটি সক্রিয় শাখার কার্যক্রমে বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি গিয়াস উদ্দিন জানান, মাদক নির্মূলে এমন অভিযান চলমান থাকবে। এলাকার মানুষকে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
মন্তব্য করুন