নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। এ ঘটনায় গোটা দেশ শোকাহত, স্তব্ধ।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধ প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। ১২ মিনিটের মাথায়, ১টা ১৮ মিনিটে সেটি মাইলস্টোন স্কুলের “প্রজেক্ট-২” ভবনের সামনে বিধ্বস্ত হয়। ভবনটি মূলত প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হতো। বিমানটির সরাসরি আঘাতে দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। দুপুর গড়িয়ে বিকেল হতেই নিহতের সংখ্যা ১৯-এ পৌঁছায়, আহত হন অন্তত ৫০ জন। রাতের দিকে আইএসপিআরের সর্বশেষ তথ্যে বলা হয়, আহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছে একটি সামরিক সূত্র।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭০ জনের বেশি দগ্ধ শিক্ষার্থী ও অভিভাবক চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে দেখা গেছে কান্নায় ভেঙে পড়া অভিভাবকদের হৃদয়বিদারক চিত্র। লাকি আক্তার নামের এক মা জানান, তিনি তার বড় ছেলেকে পেলেও ছোট ছেলেটির এখনো কোনো খোঁজ পাননি।
এদিকে দুর্ঘটনার পরপরই জরুরি সহায়তার জন্য একাধিক হটলাইন চালু করা হয়েছে। আহতদের দ্রুত স্থানান্তরের জন্য মেট্রোরেলের একটি বগিও রিজার্ভ রাখা হয়। রক্তদানের জন্য মাইকিং করে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।
জরুরি যোগাযোগ নম্বর:
জাতীয় বার্ন ইনস্টিটিউট: ০১৯৪৯০৪৩৬৯৭
মিলিটারি রেসকিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২
সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯
সিএমএইচ ইমার্জেন্সি: ০১৭৬৯০১৩৩১১
মাইলস্টোন স্কুল (অ্যাডমিন): ০১৮১৪৭৭৪১৩২
ভাইস প্রিন্সিপাল: ০১৭৭১১১১৭৬৬
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির মো. নাহিদ ইসলামসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
এখনো বহু অভিভাবক সন্তানদের খোঁজে স্কুল প্রাঙ্গণে অপেক্ষা করছেন। উদ্ধার অভিযান চলছে, প্রার্থনায় পুরো দেশ।
মন্তব্য করুন