আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার হোমনা-তিতাসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে উপজেলার মাছিমপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাতাকান্দি বাজার ও হোমনা-গৌরিপুর সড়ক প্রদক্ষিণ করে ছিনাইয়া বাসস্ট্যান্ডের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় তিতাস উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হানিফ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ, তিতাস উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, বিএনপি নেতা নাছির খান, আব্দুল জলিল সরকার, জুয়েল মোল্লা, কামাল মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক নেতা জুয়েল খান, হোমনা উপজেলা বিএনপির সদস্য মহসিন বেপারী, আছাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির, বিএনপি নেতা জীবন মিয়া, কাজী মনিরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন বাদশা, আমির হোসেন, জয়পুর ইউনিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, যুবদল নেতা সাইদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা শাহজাহান মেম্বার ও আবুসহ বিএনপির স্থানীয় শত শত নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে মতিন খান বলেন,‘বিএনপি একটি স্বচ্ছ রাজনীতির দল। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া যেমন সৎ তেমনি তারেক রহমানও একজন সৎ ব্যক্তি। আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’
মন্তব্য করুন