নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুলাই ২০২৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে সংঘর্ষের মাত্রা যে এতটা হবে, তা সুনির্দিষ্টভাবে জানা ছিল না।”
আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে অনেকেরই মতামত থাকতে পারে। যার যা বক্তব্য, সে তা দেবে।”
ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমরা আগেই ব্যবস্থা নিয়েছি এবং আরও প্রস্তুতি নিচ্ছি যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন