পাপিয়া আক্তার:
রাজধানীর ডেমরা থানা ৬৬ নম্বর ওয়ার্ডের পাড়াডগাই এলাকার সাততলা মিনার মসজিদের সামনে অবস্থিত বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ শরীরে দেশে ফিরে আসা এবং ঢাকা-৫ আসনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লা নবীর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি দীপুন তালুকদার দীপু। তিনি বলেন, “ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে বুক পেতে স্বৈরাচার পতনের সংগ্রাম করেছে। বিএনপি কখনোই স্বৈরাচারকে প্রশ্রয় দেয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের আস্থা অর্জন করে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ। তিনি বলেন, “জনগণ যা চায়, বিএনপি সেটাই করে। আমরা আপসহীন নেতৃত্বে বিশ্বাস করি। খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই আমরা রাজপথে সক্রিয় আছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অপু
জাতীয়তাবাদী কৃষক দলের রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া
রাঙামাটি জেলা জাসাস সভাপতি কামাল হোসেন
লংগদু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার
লংগদু ৭ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তানভীর
ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ সাধু
৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম
৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. আরিফ ভূঁইয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম
এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন