মাসুদুল করিম,তিতাস প্রতিনিধি : কুমিল্লার তিতাসের গাজিপুর এলাকা থেকে ২০ টি মাদক মামলার আসামী মাদক কারবারি মো. সাত্তার ভুঁইয়াকে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
তিতাস থানা সূত্রে জানানো হয়, ০৩/০৭/২০২৫ইং তারিখ ১৯:৪৫ ঘটিকার সময় তিতাস থানার এএসআই রাজীব কুমারের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলাধীন ০৩নং বলরামপুর ইউপি এলাকার বড় গাজীপুর গ্রামের মাওলার পাটক্ষেতের দক্ষিন পূর্ব পাশে টং ঘরের ভিতর থেকে আব্দুর সাত্তার ভূইয়া(৪২), পিতা- মৃত খলিল ভূইয়ার নিকট হইতে ০১ কেজি গাঁজা ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদক কারবারি সাত্তারের নামে ২০ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এবিষয়ে তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।” মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে তিতাস থানা পুলিশের এমন সফল অভিযানে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন