সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
২৩শে মে শুক্রবার, ঠিক বিকেল পাঁচটায়, ই এম বাইপাস এর সংযোগস্থলে, সত্যজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউটের, প্রিভিউ অডিটোরিয়ামে, শুভ সূচনা হয়ে গেলো , বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫।
বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর শুভ সূচনা করেন, টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, উপস্থিত ছিলেন বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রন রাজীব শীল, অভিনেত্রী সোহাগ সেন, অভিনেতা শায়ক চক্রবর্তী, ফ্লিম ফেস্টিভাল ডিরেক্টর নুপুর রায়, উদ্যোক্তা প্রীতম সরকার, অনুপম ভট্টাচার্য, সৌরভ শিকদার, বর্ণালী এবং ছোটা ভীম অ্যানিমেশন খ্যাত সি ই ও নিলয় বিশ্বাস সহ উপস্থিত ছিলেন সুরকার মোল্লার ঘোষ, অভিনেত্রী মল্লিকা ঘোষ সহ অন্যান্য অতিথিরা।
প্রদীপ প্রজ্জ্বলনের পর, প্রত্যেক অতিথিকে, উত্তরীয় পরিয়ে, হাতে স্মারক দিয়ে সম্মানিত করেন, এবং একটি করে মোবাইল উপহার দেন।এই বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ চলবে, ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত।
আজ বিকেল থেকেই মেঘলা আবহাওয়া ও ঝির ঝির বৃষ্টি হলেও সিনেমা প্রেমীদের দেখার আগ্রহ কিন্তু এতোটুকু কমেনি, বৃষ্টির মধ্যেও সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে হল পরিপূর্ণ, অনেকে বসার জায়গা না পেয়েও দাঁড়িয়ে উপভোগ করেছেন। এমনও দেখা গেছে বহু ডিরেক্টর ও পরিচালক মঞ্চের চতুর্দিকে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সুন্দরময় করে তুলেছেন,
এই ফিল্ম টেস্টিভ্যালে ৫০ টি ছবি স্থান পেয়েছে, আর মধ্যে কয়েক দিনে ২১ টি ছবি দেখানো হবে বলে জানা যায়, এর মধ্য থেকে যে আটটি ছবি সেরা হবে তাদেরকে পুনরায় ছবি করার সুযোগ দেয়া হবে এবং খরচা বহন করা হবে যানা যায় এবং তিনটি সেরা ছবিকে নগদ পুরস্কার দেওয়া হবে বলেও জানা যায়। ২৫ শে মে এই পুরস্কার ঘোষিত হবে।
আজকের এই শুভ সূচনায় উপস্থিত অতিথীরা বলেন, আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাবো, যারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন, নতুন পরিচালক , নতুন শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখালেন, কৃতজ্ঞতা জানাবো বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালের তিনজন প্রধান পরিচালক ও উদ্যোক্তাকে, রাজীব সীল মহাশয়, নুপুর রায়, প্রীতম সরকার এবং তাহার সাথে সাথে todays স্টোরীর কর্ণধার বিপ্লব চক্রবর্তীকে। এইরকম একটি নতুন ভাবনাকে কাজে লাগানোর জন্য। নতুন পরিচালকদের জায়গা করে দেওয়ার জন্য।
কথা প্রসঙ্গে সৌরভ শিকদার জানান, ইদানিং ছোট ছোট ফিল্ম তৈরি প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যাহার ফলে নতুন পরিচালকরা জায়গা পাচ্ছে না, সবকিছুতে রাজনীতি ঢুকে পড়ায় পরিচালকদের কাজ আটকে যাচ্ছে। কারণ ইদানিং কোন কিছু বানাতে গেলে , তাহার বেশ কিছু সরকারি নিয়ম মানতে হয় ,নচেৎ ছবি করা যাবে না। ফলে বহু ছবি অর্ধেক রাস্তায় আটকে গিয়েছে।, কারণ সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে পরিচালকদের খরচা অনেক বেড়ে যায়, কিন্তু এখন ওয়েব ও ডিজিটাল যুগে এইরকম উদ্যোগ যদি নেওয়া যায়, তাহলে বহু নতুন পরিচালকরা ছোট ছোট শর্ট ফিল্ম বানাতে পারবেন কম খরচের মধ্য দিয়ে, বহু নতুন শিল্পী জায়গা পাবে। তাই উদ্যোক্তাদের বলবো, আমরা পাশে আছি, উদ্যোগকে আরো বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হাঁটুন। যাহাতে নতুন পরিচালক ও শিল্পীরা একটা জায়গা তৈরি করতে পারে।
বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫, আজ থেকে যে শুরু হলো তিন দিনব্যাপী, সকল সিনেমা-প্রেমী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে, প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত, কোন রকম এন্ট্রি ফি লাগছে না। আপনারা এই কয়েকদিন, নতুন নতুন পরিচালকদের ছবি দেখুন ,
এই তিন দিন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, উপস্থিত থাকবেন টলিউডের সনামধন্য অভিনেতা অভিনেত্রীরা, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণ সেনগুপ্ত, দেবলীনা দত্ত, কৌশিক গাঙ্গুলী, পাওলি দাম, চৈতি ঘোষাল, থেকে শুরু করে অন্যান্যরা।
মন্তব্য করুন