একরামুল হক:প্রতি বছরের ন্যায় বছর ঘুরে এবার ও কোয়ান্টাম ফাউন্ডেশন সবুজবাগ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ ১৪৩১ উদযাপিত হয়েছে।
গতকাল ১৯ এপ্রিল সবুজবাগ শাখার তত্ত্বাবধায়ক রেজাউল হাসান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।উক্ত অনুষ্ঠানে সবুজবাগ শাখার শিল্পী, কলা কুশিরা রবিন্দ্র,নজরুল সঙ্গিত, বৈশাখি গান,কবিতা ও নিত্য পরিবেশন করেন।
দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সহ-সম্পাদক একরামুল হক উপস্থিত সদস্য ও দর্শকদের শরবত,গজা,মোয়া,মুরালি দিয়ে আপ্যায়ন করেন।
মন্তব্য করুন