অনলাইন ডেস্ক :অস্থায়ীভাবে ১০ লাখ গাজার বাসিন্দারদের লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে জানা আছে এমন পাঁচজন ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বিষয়টি জানিয়েছে।
এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে লিবিয়া সরকারের সঙ্গে সরাসরি কথা বলছেন ট্রাম্প প্রশাসন। এই বিষয়টি নিয়ে সরাসরি জানা আছে এমন দুইজন ব্যক্তি ও একজন সাবেক মার্কিন কর্মকর্তা সংবাদমাদধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রস্তাবে রাজি হলে যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা লিবিয়ার বিপুল পরিমাণ অর্থ ছাড় দিবে ট্রাম্প প্রশাসন, ওই সব ব্যক্তিদের মধ্যে তিনজন জানিয়েছে।
মন্তব্য করুন