আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
আজ (৩ মে)শনিবার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে অভিযান পরিচালনা করিয়া সাজাপ্রাপ্ত আসামি মোঃ জহিরুল ইসলাম (৩৮)পিতা-সাইদুর রহমান,মাতা-মাকসুদা বেগম,বালুয়াকান্দি থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করিয়াছে। তাহার বিরুদ্ধে ১(এক) বৎসর ০৩ (তিন) মাসের সাজাসহ ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের সশ্রম কারাদণ্ড রহিয়াছে।
তিতাস থানার এস আই মো: সুমন সরকার এর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ আসামীকে আটক করেন।
মামলা এফজিআর নং-৪৯৩/১৮ ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক)।
প্রসেস নং-৭৬/২৪।
মন্তব্য করুন