মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে হাঁস খামারীর নিকট দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা পাল্টা হামলায় রামদা এবং দায়ের কোপে ৬ জন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে জহিরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মো. জাকির হোসেন মাতুব্বরের ছেলে মো. সোহেল মাতুব্বর ৬ মাস ধরে নিজ বাড়িতে ৮শ’ হাঁস নিয়ে একটি খামার গড়ে তোলেন। হাঁসগুলো প্রতিদিন সকাল বিকাল খামার থেকে বের করে বাড়ির সামনে পাতাকাটা খালে ছেড়ে দেন। খালে হাঁস ছেড়ে লালন পালন করতে হলে পাশ্ববর্তী ঘটখালী গ্রামের মৃত তোতা মিয়া হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ খামারী সোহেল হাওলাদারের। এ নিয়ে শনিবার বিকেল ৩ টায় উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় রামদা, ধারালো দায়ের কোপে খামারী সোহেল মাতুব্বর (৩৫), তার বাবা মো. জাকির হোসেন মাতুব্বর (৬০) ও সুমন মাতুব্বর (২২), জহিরুল ইসলাম (৪০), রাজিব হাওলাদার (২২) ও জুয়েল মাতুব্বর (৩৫ ) নামে ৬ জন গুরুতর জখম হন। গুরুতর আহত সোহেল, তার বাবা জাকির ও ভাতিজা সুমন মাতুব্বরকে বরিশাল শেবাচিম এবং জাহিরুল ও রাজিবকে পটুয়াখালী জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জহিরুল হাওলাদার চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, খালে হাঁস ছেড়ে পানি নষ্ট করার প্রতিবাদ করায় সোহেলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন