মোস্তফা আল মাসুদ,বগুড়া:
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো, নাটোর জেলার সদর উপজেলার চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) ও দক্ষিণ বড় গাছা এলাকার মমত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি প্রাইভেটকার নামিয়ে তল্লাশি করলে ১০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের এঘটনায় মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, মাদক কারবারির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটকের পর সদর থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন