1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন রাত ১:৫৭ ৭ই বৈশাখ, ১৪৩২ ২০শে এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশা খালে : নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহার না হলে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক গুনতে হবে: বিজিএমইএ নেতাদের উদ্বেগ বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা হতে বিপুল পরিমান দেশি-বিদেশী মাদকসহ ২ টি দেশীয় অস্ত্র জব্দ রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের প্রতিনিধি দল, কাতারে যাচ্ছেন উখিয়ার রিপাও গজারিয়ায় পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ চীনের অর্থায়নে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় নারীর টানে ঘরে ফেরা সকল শ্রমিকের উপচে পড়া ভিড়

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৭ Time View

শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর:
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোরে নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষ। এর ফলে ঈদ যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েই চলেছে যানজট। ইতোমধ্যে এ সড়কে গাড়ীর তীব্র চাপে যানজটে দীর্ঘ ৪কিলোমিটার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে কাশিমপুর, সাভার-আশুলিয়ার শিল্প এলাকার সব কারখানা ছুটি হয়ে যাওয়ায় এসব কারখানার শ্রমিক ও তাদের পরিবারের লোকজন সন্ধ্যার পর ও আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে নিজেদের ভাড়া করা রিজার্ভ করা বাস নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হওয়ায় গাড়ির চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, মহাসড়কে এ যানজটের কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

জানা গেছে,সকালে থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশ গাড়ি একত্রে ছেড়ে যাওয়াসহ সাভার ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে অস্বাভাবিকহারে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে প্রায় ৪কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

সরেজমিনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে কাশিমপুরের জিরানি বাজার পর্যন্ত সড়কটিতে সৃষ্ট যানজটের কারণে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অনেককেই দীর্ঘ সময় বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।

সাভার এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী গাপপার রহমান জানান, দীর্ঘ দুই ঘন্টা যাবত মহাসড়কে বাসের ভিতরে বসে আছি, এ যানজট যেন শেষ হবার নয়। এই যানজট শেষ করে কতক্ষণে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবেন তা বলতে পারছেন না তিনি।

এছাড়া রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের বাস চালক আজিজ মিয়া জানান, তিনি মহাখালী থেকে বাস ছেড়ে মাত্র দেড় ঘণ্টায় প্রায় ৬০ কিমি পথ পাড়ি দিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আসেন। কিন্তু শ্রীপুর থেকে জিরানী পর্যন্ত মাত্র ৩ কিমি রাস্তা পার হতে তার প্রায় সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে। গাড়ি নিয়ে টাঙ্গাইল কখন পৌঁছাতে পারবেন তা জানেন না তিনি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম জদআমাদের জানান, তাদের সীমানা এলাকায় রাস্তা-ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় একসঙ্গে অনেক গাড়ি জড়ো হওয়ায় সড়কটিতে গাড়ির দীর্ঘ লাইনের ফলে সৃষ্ট যানজট জিরানি বাজার এলাকায় পৌঁছে গেছে। তবে খুব শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights