1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন বিকাল ৫:০৯ ৪ঠা বৈশাখ, ১৪৩২ ১৭ই এপ্রিল, ২০২৫

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জাতীয় বার্ষিক সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত।

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জাতীয় বার্ষিক সম্মেলন কক্সবাজারে হোটেল লং বীচ এর ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত।

৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কক্সবাজার হোটেল লং বীচ এর ব্যাঙ্কোয়েট হলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জাতীয় সম্মেলন ২৪ ও “জোন ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে কোম্পানির ১০০০ এক হাজার এর অধিক কর্মকর্তা ও জোন ইনচার্জ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন মেঘনা লাইফ ২৯ বছর শেষ ৩০ বছরে পদার্পণ করেছে। তিনি আরো বলেন মেঘনা লাইফ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৪,১৫৮ (চার হাজার একশত আটান্ন কোটি টাকার) মেয়াদ উত্তীর্ণ সহ সকল প্রকার দাবী পরিশোধ করেছে।২০২৩ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী মেঘনা লাইফের Life Fund প্রায় ১,৬৭৫.১০ কোটি টাকা এবং পরিসম্পদ ১,৮৪২.৯৮ কোটি টাকা।

কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল তার বক্তব্যে বলেন ২০২৫ সাল বীমা খাতের প্রধান চালিকাশক্তি হবে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা(Al), ব্লক চেইন এবং ইন্টারনেট অফ থিংস (lot) এর মত প্রযুক্তির ব্যবহার বীমা সেবা কে আর ও দ্রুত, স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব করে তুলবে।
পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন জীবন বীমা পলিসি ক্রয় থেকে শুরু করে দাবি প্রদানের ক্ষেত্রে কোন সমস্যার মুখোমুখি হলে দ্রুত সমাধান দেওয়া গুরুত্বপূর্ণ ‌।এটি গ্রাহকের সন্তুষ্টি বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র তার সভাপতির বক্তব্য বলেন আমাদের উন্নয়নের প্রধান বৃত্তি হবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। আমরা প্রশিক্ষণ কর্মসূচি চালু করব , যেখানে আপনারা নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। আরো যারা বক্তব্য রাখেন
পরিচালক এ.এন.এম. ফজলুল করিম,
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট মোঃ জয়নাল আবেদীন ভুঁঞা। উপস্থিত ছিলেন পরিচালক দিলরুবা শারমিন ও মোঃ সাইফুল ইসলাম সৌরভ।

আরও বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাসার ও একেএম রকিবুল হাসান সুমন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিকুল ইসলাম কানন।

জোন ইনচার্জদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জোন ইনচার্জ মোঃ শাহীন কাদির (ইসলামী বীমা), আড়াইহাজার জোন ইনচার্জ মোঃ শরীফ মিয়া (একক বীমা) ও বেনাপোল চেকপোস্ট জোন ইনচার্জ মোঃ আব্দুস সাত্তার (লোক বীমা)।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights