নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. নিজাম উদ্দিন বিসিএস (প্রশাসন) ১১ ব্যাচের কর্মকর্তা। তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।
২০০৯ স্বৈরাচার হাসিনা সরকারের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিলেন। ২০১৬ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ২০২১ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়,সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।
কুমিল্লার জামাই নিজাম উদ্দিন মেধাবী ছাত্র ছিলেন। ১৯৮১ সালে কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ফাস্ট ডিভিশনে স্টান্ড করেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তার স্ত্রী মোরসেদা বেগম ও গভমেন্ট সার্ভিস হোল্ডার। ফারহান, সাদনাম নামের দুই ছেলে জনক তিনি।
এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তারপর থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২৯ ডিসেম্বর জারি করা হয়েছে।
মন্তব্য করুন