গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩ ৭তম বার্ষিক সাধারণ সভা নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও পরিচালক মো. মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্য বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফের এস এম নূরুজ্জামান, সিটি ইন্স্যুরেন্সের মো. শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের এ কে এম সরোয়ার জাহান জামিল,পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মামুন খান,
সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন , ২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন, ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে আন্তরিক চেষ্টা করলে বীমা কোম্পানি সমুহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।
মন্তব্য করুন