একরামুল হক: গত ৮ ডিসেম্বর ভোলার একটি আঞ্চলিক পত্রিকার সচিত্র প্রতিবেদন অসহায় বৃদ্ধা নাজমা বেগমের সংবাদ প্রকাশ হলে ভোলার কৃতি সন্তান মেঘনা লাইফ , কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন ওই নারীর পাশে দাড়িয়েছেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে অসহায় বৃদ্ধা নাজমার জীবনের গল্প শুনে তার পিঠা দোকানের জন্য তাৎক্ষনি নগদ অর্থ সহায়তা করেন। এছাড়াও তার ভাঙ্গা ঘরটি মেরামত করেদেন। এ সময় নাজমা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় সমাজ সেবক নিজাম উদ্দিন বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
বিশিষ্ট সমাজ সেবক আলোকিত মানুষ নিজাম উদ্দিন দ্বীপ জেলা ভোলার মানুষের জন্য নিরবে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি দৃষ্টিনন্দন মসজিদ সহ অসংখ্য মসজিদ, হেফজখানা সহ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম নির্মাণ করেছেন। যাতে পেশাদার গনমাধ্যম কর্মী সৃষ্টি হয় তার জন্য অত্যাধুনিক জেলা প্রেসক্লাব ভবন নির্মানে বিশেষ ভূমিকা রাখেন।
ভোলার অসহায়, দরিদ্র মানুষের বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি আধুনিক চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ অপারেশন সহ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি কিডনি, হার্ট সহ অন্যান্য রোগের চিকিৎসার জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল নির্মান করছেন।
মন্তব্য করুন