আবদুল আহাদ হোসেন – স্টাফ রিপোর্টার :
পরিচালনানারায়ণগঞ্জ শহরের তীব্র যানযটে অতিষ্ট নগরবাসির সস্তি ফেরাতে ও জনসাধারণের ভোগান্তি কমাতে শহরের কেন্দ্রস্থল চাষাড়ায় ফুটপাত হকারমুক্ত করার ব্যাপারে কয়েকদিন আগে জেলা প্রসাশকের কার্যালয়ে হকার উচ্ছেদ নিয়ে করা মিটিংয়ের ভিত্তিতে আজ সন্ধায় জেলা ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্ব যৌথভাবে হকার ও অবৈধ পার্কিং উচ্ছেদে সতর্কতামূলক অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ, ইন্সপেক্টর জামাল, বিজিবির একটি ইউনিট, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি, লুবনা রহমান ও নীরব রায়হান।এ অভিযানে নগরীর শহীদ মিনারসহ চাষাড়া এলাকার আশেপাশের বিভিন্ন পেশাজীবির শতাধিক স্থাপনাকে সতর্ক করে বলা হয় আগামীকাল থেকে যদি তারা অবৈধভাবে হকার বসিয়ে জনগণের ভোগান্তির সৃষ্টি করে তবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোরভাবে হকার উচ্ছেদ করা হবে। এসময় ভাসমান ফল বিক্রেতা রসান মিয়া পূনর্বাসন নিশ্চিত না করেই হকার উচ্ছেদ না করার অনুরোধ করলে ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন হকার প্রতিনিধিদের সাথে বসে এর সমাধান করবেন বলে আশ্বাস দেন।প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি বলেন গনঅভ্যুত্থান পরবর্তীতে সময়ে আশঙ্কাজনকভাবে রাস্তা ও ফুটপাতে হকার বসা শুরু করছে ও অবৈধ অটো স্ট্যান্ড বসেছে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক জনযাত্রায় বিরুপ প্রভাব পড়ছে। প্রশাসনকে অনুরোধ করবো হকারদের পূনর্বাসনের ব্যবস্থা করে এরকম উদ্যোগ গ্রহন করলে আমরা স্বাগত জানাবো এবং সচেতনতাবৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করবো।
মন্তব্য করুন