নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্র নেতৃবৃন্দ ,রাজনৈতিক দল,ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।
আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান ।
তিনি জানান, আজ ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে ৭.৩০মি.পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। বুধবার বিকেল চারটার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এবং বৈঠক থেকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন।
মন্তব্য করুন