1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্যানেল নেতা চৈতি গ্রুপের আবুল কালাম - দৈনিক শীর্ষ অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন দুপুর ২:৫৮ ২৯শে আষাঢ়, ১৪৩২ ১৩ই জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম :
তিতাসে এসএসসি পরিক্ষায় প্রবাসীর কন্যা সুমাইয়া’র গোল্ডেন জিপিএ-৫ লাভ, বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ “ফেনী ,আমার ফেনী” ———————— সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলার নিয়ম বাতিল ফেনীতে ভয়াবহ বন্যা: শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি দেড় লাখ মানুষ গোদাগাড়ীতে জিআর ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ আজ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: অপেক্ষার অবসান ১৯ লাখ শিক্ষার্থীর খুলনা সদর এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, ১৫ আগস্ট থেকে কার্যকর

বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্যানেল নেতা চৈতি গ্রুপের আবুল কালাম

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

একরামুল হক :- তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিড়ার হবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।
কালাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ও এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের প্রাক্তন সভাপতিরা আবুল কালামকে প্যানেল নেতাকে শিল্প মালিকদের সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, খন্দকার রফিকুল ইসলাম অনুষ্ঠানে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
ব্যবসায়ী নেতারা বলেন কালামের নেতৃত্ব গার্মেন্টস সেক্টরের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং রপ্তানি আয়ের নতুন উচ্চতা অর্জনে সহায়তা করবে।
এসময় তারা ১৯৭৮ সালের জুলাই থেকে এই অ্যাসোসিয়েশনের ৪৬ বছরের যাত্রায়, ২০ জন সভাপতি পেয়েছেন তারা, এদের মধ্যে ১৬ জন সভাপতি সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
স্বাগত বক্তব্যে, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান সেক্টরের বিভিন্ন উন্নয়ন ও অর্জন নিয়ে আলোচনা করেন, সম্মিলিত পরিষদের নেতৃত্ব সবসময় শিল্পের অগ্রগতির দিকে মনোনিবেশ কারী নিবেদিতপ্রাণ উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। এই নেতৃত্ব এই খাতের বার্ষিক রপ্তানি ৳৪৬ বিলিয়নে দাঁড়িয়েছে।
কোভিড-১৯ মহামারীর চরম পর্যায়ে বিজিএমইএ সদস্যরা তাকে সভাপতি নির্বাচিত করা হয় উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বোর্ড সদস্যদের সমন্বিত প্রচেষ্টা, ব্র্যান্ড, ক্রেতা এবং উন্নয়ন অংশীদারদের সহায়তায়, আমরা সফলভাবে মহামারীর চ্যালেঞ্জগুলিকে নেভিগেট করেছি এবং ব্যবসায়িক বৃদ্ধির গতিপথে ফিরে এসেছি।”
”ব্যবসার পরিবেশকে সহজ করতে আমরা বেশ কয়েকটি নীতি সহজ করার জন্য সরকারের সাথেও কাজ করেছি। এরমধ্যে ছিল- বন্ড লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং ইপিবি সার্টিফিকেটের মেয়াদ এক বছর থেকে সবোর্চ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো।”
তিনি বলেন, জিএসপি সুবিধা এবং বিভিন্ন বাণিজ্য ব্লকের সাথে চুক্তির অধীনে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পেতে ইপিবি সনদ অপরিহার্য।
“এছাড়া শিল্পের ওয়েস্টেজ (অপচয়) গণনাকে সহজ করতে সক্ষম হয়েছি।
“আমরা (বিজিএমইএ) ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনাও তৈরি করেছি। এই রোডম্যাপটি স্বল্প-মেয়াদী, মধ্য-মেয়াদী এবং দীর্ঘমেয়াদে সেক্টরাল প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা চিহ্নিত করেছে,” উল্লেখ করে ফারুক হাসান বলেন সেক্টরের এই লক্ষ্য অর্জনের পাশাপাশি বৈশ্বিক ও স্থানীয় উভয় চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী নেতৃত্বের জরুরি প্রয়োজন আর সম্মিলিত পরিষদের রয়েছে এই ধরনের নেতৃত্ব দানের সক্ষমতা।”
প্যানেল লিডার আবুল কালাম বলেন, “এই মুহূর্তে এই খাতের জন্য স্থিতিশীল আইন-শৃঙ্খলা, রপ্তানি কার্যক্রম টিকিয়ে রাখার জন্য বাংকের আর্থিক সহায়তা এবং শিল্পকে সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ প্রয়োজন।”
তিনি যোগ করেন, “বিজিএমইর সদস্যরা যদি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্যানেলকে নির্বাচিত করেন তা হলে আমরা আশাবাদী যে, সরকারের সহায়তায় আমরা সমাধান খুঁজে বের করবো। ।”
তিনি বলেন, “সম্মিলিত পরিষদ ধারাবাহিকভাবে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে, বিভিন্ন সংকট কাটিয়ে ওঠতে এর অভিজ্ঞতা রয়েছে।”
গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএ পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে, ১২০ দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন প্রশাসক নিয়োগ দেয়।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights