1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রাত ৮:৫৫ ৮ই পৌষ, ১৪৩১ ২৩শে ডিসেম্বর, ২০২৪
Title :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেশে সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ কিশোর গ্যাংয়ের হাত থেকে ছোট ভাইকে উদ্ধার করতে যেয়ে বড় ভাই হারালেন নিজের প্রান নিখোঁজের দুই মাস পর বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ পাঁচ বছরের শিশুর মৃত্যু। গাইবান্ধায় প্রতিবন্ধীদের অধিকার,সুরক্ষা ও শনাক্তকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।। প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ। ফারস গ্রুপের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বন্যার্তদের জন্য ৬৫ লাখ টাকা প্রদান। বিরামপুর বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু সংশয়ে জীবনের ঝুঁকি চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজে মিলল পাঁচজনের মরদেহ মৌলভীবাজারে সৈয়দ মানি এক্সচেঞ্জের নামে  চলছে অবৈধ হুন্ডির রমরমা ব্যবসা। ফারইষ্ট লাইফ এর ঢাকা বিভাগীয় জোন ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতীতে ৬ ডাকাত গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ,নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। ৩০০ মিলিয়ন ডলার পাচার : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ৩৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে

শেখ পরিবারের অর্থ পাচারের অন্যতম সহযোগি উত্তরা ব্যাংকের এমডি রবিউল

  • Update Time : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
  • 557 Time View

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন টানা ২০১৬ সালের ১০ মে থেকে অদ্যাবধি এমডি পদে দীর্ঘ সাড়ে ৮ বছর স্বৈরাচারী করে পদ ধরে রাখা যাহা নজিরবিহীন দুর্নীতি অর্থপাচারকারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী বিরোধী সিবিএ নেতা কর্মীদের হয়রানি সহ চাকরিচ্যুত করা, করোনার প্রনোদোনার টাকা আত্নসাত, বাংলাদেশ ব্যাংক হতে জরিমানা করা, ঋণ খেলাপিদের ঋণ দিয়ে নিজের পকেট ভর্তিকরা সহ অসংখ্য অভিযোগের পর ও অদৃশ্য ক্ষমতার বলে চাকরিতে বহাল আছেন বলে অভিযোগ উঠেছে।

দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী পরিবারের আস্থাভাজন হিসেবে ২০১৬ সাল থেকে একটানা ৮ বছর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন রবিউল হোসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নানা অপকর্মের সহচর রবিউল হোসেন তৃতীয় মেয়াদের নিয়োগ নিশ্চিত করতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ব্যাংকটির মালিকানাও দিয়েছেন! নথিতে দেখা যায় উত্তরা ব্যাংক সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে যৌথ বিও একাউন্ট খুলে তাদের শেয়ার হস্তান্তর করেন। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়েতের যোগসাজসে শেয়ার ম্যানুপুলেট করে হাসিনা ও শেখ রেহানার নামে ৪০টি উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করা যাহার বর্তমান মুল্য ৪৫ লাখ টাকার অধিক বলে লিখিতভাবে অভিযোগ করেছেন উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারি পরিষদ এবং ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উর্ধতন কর্মকর্তা। এবং শেয়ার হস্থান্তরের পরেই শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আকাশ্চুম্বি হয়ে উঠে । ফলে শেখ হাসিনার ব্রাজিল ও স্পেনের সফর সঙ্গি হিসেবে এই রবিউল হাসান কে মনোনিত করা হয়। জনমনে প্রশ্ন উঠেছে একটা প্রাইভেট ব্যাংকের এমডির সাথে একজন পিএম এর কি কারনে ব্যক্তিগত সখ্যতা !??

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা ব্যাংকের একজন পরিচালককে সুবিধা দিতে টয়োটা করোলা ১.৬ এল গাড়িটি ক্রয় করেন উত্তরা ব্যাংকের এমডি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করেই স্পেশাল বোনাস ও বৈশাখী ভাতা গ্রহণ করেছেন তিনি। এ জন্য তাকে ১২ লাখ ৯০ হাজার ৮০০ টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে অডিট আপত্তির মুখে সেই টাকা ফেরতও দিয়েছেন রবিউল। কিন্তু রাজস্বের বাকি টাকা পরিশোধ করেছেন কি না তার জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ব্যাংক সূত্রে জানা যায়, বর্তমানে উত্তরা ব্যাংকের এমডির মাসিক বেতন ১৭ লাখ টাকার অধিক। এর মধ্যে মূল বেতন, বাসা ভাড়া, বাবুর্চি, গার্ড, সার্ভিস চার্জ, পুনঃভরণ ভাতা, বাসা মেরামত, আসবাবপত্র, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন বিল, ঈদের ভাতা এবং জিপ গাড়ির খরচ অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরেও তিনি ২০১৮, ’১৯, ’২০, ’২১ ও ’২২ সালে করোনাকালীন ভাতা, স্পেশাল বোনাস এবং বৈশাখী বোনাস গ্রহণ করেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংককে জানাননি।

এ ছাড়া ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত চিকিৎসা বাবদ তিনি ২৪ লাখ ২৯ হাজার ৪৫৩ টাকা ব্যাংক থেকে গ্রহণ করেছেন। কিন্তু আয়কর অধ্যাদেশ অনুযায়ী যত টাকা রাজস্ব দেওয়ার কথা তা পরিশোধ করেননি। শুধু তাই নয় তার স্ত্রীর বিদেশে অপারেশনের জন্য ব্যাংক থেকে ৫০ লক্ষ্য টাকা বোর্ডের মাধ্যমে পাশ করিয়ে নেন যাহা নজিরবিহীন। বাসায় কুক, গার্ড, সার্ভিস ইত্যাদির জন্য ব্যাংক থেকে নেওয়া ২ লাখ ৬৩ হাজার ৫৩৮ কোটি এবং লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স বাবদ নেওয়া ১৭ লাখ ৬০ হাজার টাকার বিপরীতে কোনো রাজস্ব দেননি এমডি।অথচ কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনরকম আর্থিক সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেন।

রবিউল হাসানের পদত্যাগ ও চুক্তিভিত্তিক নিয়োগের বাতিলের দাবিতে ব্যাংকটির কর্মকর্তা- কর্মচারীরা বহুবার সমাবেশ করলেও কোন ফল হয়নি বরং যারা রবিউলের বিরুদ্ধে সমাবেশ করেছে তাদেরকে নানান ভাবে হয়রানী করে চাকুরি থেকে অপসারন করেছে। রবিউলের বিরুদ্ধে মুল ধারার বিভিন্ন গনমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুসন্ধানে উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু মো. আহসানুল হাবীব সাংবাদিকদের জানান, শেখ হাসিনার অর্থযোগানদাতা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদারের প্রতিষ্ঠান নাসা গ্রুপকে কা্রওয়ান বাজার শাখা হতে ২’শ কোটি টাকা, সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে ৪০কোটি টাকা ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের স্ত্রী রোকেয়া বেগমকে উত্তরা শাখা থেকে ২১ কোটি টাকা অবৈধ ভাবে ঋণ দিয়ে উত্তরা ব্যাংককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এই ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া, ২০২১ সালে কোনরকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এমডির আত্মীয় আব্দুল্লাহ আল নোমানকে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ একচেঞ্জ হাউজের দায়িত্ব প্রদান করে তার মধ্যমে শেয়ার গ্রামলিং করে প্রায় অর্ধ শত কোটি টাকা হাতিয়ে নেন রবিউল। উক্ত নোমানের দুনীর্তি ও অদক্ষতায় ব্যাংকের প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয় বলে অভিযোগ উঠে। বিষয়টি ধরা পড়লে কোন তদন্ত ছাড়াই নোমানকে অব্যহতি দেয়া হয়।
এ ছাড়া আরও বিভিন্ন সূত্রে জানাগেছে যে , লোকাল অফিস থেকে-নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কে ১০০ কোটি টাকা, ট্রেড এগ্রোবীক্স ও ছানোয়ারা গ্রুপ কে আলাদা ভাবে শত কোটি , গুলশান শাখা থেকে ট্রেড এগ্রো এক্সেলকে শত কোটি টাকা ,বৈদেশিক বানিজ্যক শাখা আলিব কম্পোজিটকে ১৫০ কোটি টাকা অনিয়মতান্ত্রিক ভাবে ঋণ প্রদান করা হয় যাহার বেশির ভাগই ঋণ খেলাপিতে পরিনত হয়েছে।

বিএনপির ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত উত্তরা ব্যাংকের সিবিএ নেতারা জানান, ৭ জানুয়ারির নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দিয়েছেন এমডি রবিউল।
স্বাভাবিকভাবেই ৫ আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করা উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের দাবিতে উত্তাল হয় ব্যাংকটির প্রধান কার্যালয়। টানা বিক্ষোভের মূখে তিন দিন অফিসের কার্যক্রম বন্ধ রাখেন এবং ৬ আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পযর্ন্ত এমডি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাও্যা যায়নি। পরে একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে ম্যানেজ করে টিকে থাকার জন্য এই রবিউল। এ প্রসঙ্গে উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেহ উদ্দিনকে প্রশ্ন করলে তিনি জানান, এক রাজনৈতিক নেতা শেখ রবিউল আলম ব্যাংকের এমডিকে নিজের শ্বশুড় বাড়ির আত্মীয় পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন না করতে ব্যাংকটির সিবিএ নেতাদের চাপ দিতে থাকেন। কয়েক দফা আলোচনার পর উক্ত নেতার মধ্যস্থতায় গত ২২শে আগস্ট দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ ব্যবস্থাপনা পরিচালক , ৪জন উপ-ব্যাবস্থাপনা পরিচালক , প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক ও সিবিএ নেতাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক করেন উক্ত নেতা। বৈঠকে অংশ নেয়া উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহাসচিব সাখাওয়াত হোসেনসহ একাধিক নেতা জানিয়েছেন, ব্যাংকটিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন স্বপদে বহাল থাকতে দুই হাতের টাকা খরচ করছেন। এমডি রবিউল কর্মস্থলে যোগদানের পর সিবিএ এর সাথে সম্পাদিত আপোসনামা অস্বিকার করায় কর্মচারিদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করে। অভিযোগ উঠে ঐ নেতাকে এমডি ৫ কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন তারা এবং সিবিএ নেতাদের বিরুদ্ধে ১ কোটি টাকা নেয়ার অভিযোগ আসে। অথচ সিবিএ নেতাদের সাথে রবিউল আলোচনা করে ব্যাংকে আসলেও গত ০৬ আগস্ট থেকে ১৪ই আগস্ট আন্দোলনের অভিযোগ তুলে কলা বাগান থানায় মামলা করে আদালতের মাধ্যমে পিবিআইকে তদন্তের ভার দেয়া হয় মামলা নাম্বার ২৫২/২৪ যা সুপরিকল্পিতভাবে করা হয়েছে।
গত ২৪ অক্টোবর সিবিএ কার্যালয় কে উচ্ছেদ করার লক্ষ্যে আবু মো. আহসানুল হাবিব অফিসার গ্রেড-২ লোকাল অফিস কে উচ্ছেদ পত্র দেয়া হয়। যাহা শ্রম আইন পরিপন্থী। শুধু তাই নয় শ্রম অধিকার খর্ব, ট্রেড ইউনিয়ন কে ধংস করা এবং চাকুরিচ্যুত করার লক্ষ্যে সিবিএ এর ভারপ্রাপ্ত সভাপতি ,সাধারন সম্পাদক ও কার্যকরি সদস্যকে শোকজ নোটিশ প্রদান করা হয়।

এ বিষয় বিপ্লবি ছাত্রজনতার জানতে পারলে রবিউল হাসান কে অপসারনের দাবিতে বাংলাদেশ ব্যাংকের ও অর্থ মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তা সহ অনেকের কাছেই তারা যোগাযোগ করলে এমডির অপসারন করার জন্য গড়িমসি করছেন।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights