1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
রাজশাহী মহানগর বিএনপির উদ্দ্যোগে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন দুপুর ১:৫১ ২৭শে ভাদ্র, ১৪৩২ ১১ই সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম :
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত করায়, প্রতিবাদ সমাবেশ। দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।। বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন। কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ আমতলীতে এতিমখানায়, ৪ সাংবাদিক এর বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ জালিয়াতির মাধ্যমে কলেজের অধ্যক্ষ হিসাবে মাহমুদুল হাসানের অবৈধ নিয়োগ নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার রাজস্থলীতে বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

রাজশাহী মহানগর বিএনপির উদ্দ্যোগে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর, ২০২৪
রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগররি ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকার। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

সভাপতির বক্তব্যে ঈশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ১৯৭৫ পরবর্তী সময়ে সিপাহী-জনতার আন্দোলনের মাধ্যমে জেল থেকে বের করেছিলেন। কারন সে সময়ে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিলো। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে তুলে আনতে এবং দেশকে একটি সম্মান জনক অবস্থায় নিয়ে যেতে তাঁর খুব প্রয়োজন হয়ে পরে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে আসার সুযোগ পান। খুনি হাসিনা দেশে এসেই ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে।

তিনি আরো বলেন, খুনি হাসিনার বাবা যেমন দেশে বাকশাল কায়েম করে চরম অরাজকতা ও নির্যাতন এবং খুন, গুম চালিয়েছিলো তেমনি করে খুনি হাসিনাও এই সময়ে এসে নব্য বাকশাল কায়েম করে একটি রকম কাজ শুরু করেছিলো। দীর্ঘ পনের বছর ধরে দেশকে শোষন করে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। এই পনের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার নেতাকর্মীকে খুন, গুম ও নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করে কারাগারে রেখেছিলো।

ঈশা আরো বলেন, সাম্প্রতিক রাজশাহী বিএনপিকে নিয়ে ঘোর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র একটি মোহল নিজেদের ফাঁয়দা লুটতে চাচ্ছে। কিন্তু তাদের আশা কোনভাবেই সফল হবেনা। রাজশাহী মহানগর বিএনপি যথাসময়ে সমোচিত জবাব দেবে বলে উল্লেখ করেন তিনি। আর ঐ সকল ষড়যন্ত্রকারীদের থেকে দুরে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বায়ক জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুর হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকুসুদর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights