1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
গণহত্যার দায়ী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: রফিকুল ইসলাম খান - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন দুপুর ২:১৭ ২৭শে ভাদ্র, ১৪৩২ ১১ই সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম :
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত করায়, প্রতিবাদ সমাবেশ। দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।। বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন। কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ আমতলীতে এতিমখানায়, ৪ সাংবাদিক এর বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ জালিয়াতির মাধ্যমে কলেজের অধ্যক্ষ হিসাবে মাহমুদুল হাসানের অবৈধ নিয়োগ নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার রাজস্থলীতে বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

গণহত্যার দায়ী খুনি হাসিনাকে  দেশে এনে বিচার করতে হবে: রফিকুল ইসলাম খান 

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View
Oplus_1024

 মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। খুনি হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাস কারো ক্ষমা করে না,  অন্যায় অবৈধভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছেন, গুম, খুন ও দেশের ছাত্র জনতাকে হত্যা করে  জাতির আশা আকাঙ্ক্ষা কে নস্যাৎ করেছেন। জাতি এখন আপনার বিচার কার্যকর করবে। পালিয়ে আপনি জাগরিত জাতির হাত থেকে রেহাই পাবেন না।

শুক্রবার ( ১নভেম্বর )  দুপুরে  দারুল আমান ট্রাস্টের মসজিদে আত- তাকওয়ায় পাবনা জেলা জামায়াত কর্তৃক আয়োজিত বিশেষ রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন। 

পাবনা জেলা জামায়াতের  নব নির্বাচিত আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এর  সভাপতিত্বে  সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহীম। 

 প্রধান অতিথি আরো বলেন, দেশের জনসাধারণ জামায়াতকে আপন করে নিতে চায়। এ  সময় জামায়াতের রুকনদের করণীয় কাজগুলোর দিকে দৃষ্টিপাত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি গণসংগঠনে পরিণত করতে হবে। এজন্য আপনাদের প্রত্যেককে সমাজের মূল্যবোধের আলোকে  গণ চরিত্রের অধিকারী হতে হবে। জনগণের ভালো-মন্দের খোঁজ খবর রাখতে হবে। 

প্রধান অতিথি বলেন, জনগণের কাছে ইসলামের পরিপূর্ণ দাওয়াত পৌঁছাতে হবে, এজন্য  নিজেকে অধিকতর যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। নিজের চরিত্রে, আদব, আখলাক,  শিক্ষা ও  দক্ষতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। রুকনদের উদ্দেশ্যে বলেন, রুকন শপথের আলোকে নিজেকে গড়তে হবে, কথা কাজে মিল রাখতে হবে, ধৈর্য, উদারতা ও ক্ষমার মাধ্যমে মানুষের মনকে জয় করতে হবে। মানুষের ইসলামী আবেগ ও অনুভূতির মূল্যায়ন করতে হবে। 

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন জামায়াতে ইসলামীর ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচির মাধ্যমে প্রত্যেক পাড়া ও গ্রামে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে এবং সাংগঠনিক ভিত্তি  মজবুত করতে হবে। তিনি বলেন নিজের জান, মাল ও সম্পদের বিনিময় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজের দুর্বলতা স্বীকার করে পুনরায় উজ্জীবিত হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তির প্রতি আনুগত্য এবং  সহযোগিতার কমতি করা যাবে না। সকল ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের দোয়ায় শামিল রাখতে হবে। 

মাওলানা রফিকুল ইসলাম খান  ২০২৫ -২৬ সেশনের জন্য  পাবনা জেলা জামায়াতের নবনির্বাচিত আমিরের নাম  অধ্যাপক আবু তালেব মন্ডল ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। পরে পাবনা জেলা শুরা সদস্য নির্বাচন এবং নয়টি উপজেলা ও একটি পৌরসভার আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights