নিজস্ব প্রতিবেদক :- ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষা শেষে কৃতি ছাত্রছাত্রীরা সাদা বেল্ট থেকে হলুদ বেল্টে প্রমোশন পেয়েছে। সানারপার ‘ সোনামিয়া মার্কেট এলাকায় নিউ মডেল পাবলিক স্কুলে খেলাটি অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর (শুক্রবার) নিউ মডেল পাবলিক স্কুলে অনুষ্ঠিত খেলায় সার্বিক সহযোগিতা করেছেন নিউ মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জনাব
ইয়াং জেনারেশন কারাতে দো’র দক্ষ প্রশিক্ষক ইউনুস খান ও আব্দুল হকের প্রশিক্ষণে দীর্ঘ অনুশীলনের পর ১২ জন কৃতি ছাত্রছাত্রীদের মাঝে এই হলুদ বেল্ট প্রদান করা হয়। ইয়ারিক সরকার, সোমাকা ইসলাম, জাহিন, সামস,মোয়াজ, তৌহিদুল, দ্বীপ্ত, রোজা, তামিম, আদৃত্ব,ওয়াসিউর, তৃণকে হলুদ বেল্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন।
মন্তব্য করুন