জিয়া তুমি মাটির জিয়া, জাতির শ্রেষ্ঠ বীর-
তোমার তরেই রক্ষা ছিল সকল নদীর তীর।।
তুমি মোদের মূল প্রেরণা সকল আশার বাতি-
তোমার কর্ম জাগায় মনে সম্ভাবনার গতি।।
রণাঙ্গনের মূল সেনানী, সফল রাষ্ট্রপতি-
উন্নয়নের চাবি যেন তোমার হাতের জ্যোতি।।
নতুন দিনের নতুন আশায় গড়লে নতুন দল-
উঠলো জেগে বহু স্থানে নানান শিল্প-কল।।
তুমি করলে জাতির জন্য অপার আবিষ্কার-
বাংলাদেশী জাতীয়তাবাদ নতুন পুরস্কার।।
ভাষা, বর্ণ, সকল ধর্ম মিলে একাকার-
সবাই মিলে একই জাতি নাই যে বিভেদ আর।।
দেশের ভিতর সকল জাতির একটি পরিচয়-
সবাই আমরা বাংলাদেশী নেই দ্বিধা আর ভয়।।
মিলে-মিশে গড়বো এদেশ এগিয়ে যাবে জাতি-
একই সাথে ধরবো সবাই উন্নয়নের ছাতি।।
ধানে, মানে পূর্ণ হলো ধন্য হলো দেশ-
মিটলো সকল ভ্রান্তি, বিভেদ রইলোনা তো ক্লেশ।।
চালু হলো সকল দলের সমান অধিকার-
লেখালেখি, মত প্রকাশের খুলে দিলে দ্বার।।
জাতি পেলো খোলা আকাশ নতুন রোদের আলো-
সুখ স্বপনে বিভোর হয়ে কাটতো সময় ভালো।।
তোমার অভাব বুঝলো জাতি তোমার তিরোধানে-
স্তব্ধ হলো সকল স্বপ্ন মহাকালের টানে।।
২৯ মে ২০২০
গুলশান, ঢাকা।
মন্তব্য করুন