সামিমা আক্তার:
পিরোজপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে ’এবারের দিবসের প্রতিপাদ্য- ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি পালন উপলক্ষ্যে পিরোজপুর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
পিরোজপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি পালন উপলক্ষে রবিবার ( ১৩ অক্টোবর ) সকাল ১১: ০০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিরোজপুর, মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, আরও বক্তব্য রাখেন,জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ রানা মিয়া,উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর মামুনুর রশীদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবির,উপ – সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুর, মুহাম্মদ সেলিম হোসেন মিয়া,
সিনিয়র সাংবাদিক বাংলাদেশ বেতার ও ইউএনবি মাহমুদ হোসেন ,
পিরোজপুর সদর থানার তদন্ত ওসি মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।তাই আমরা যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন