সামিমা আক্তার:
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়ন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৮ অক্টোবর সকাল ১০:৩০ মিনিট এর সময় উপজেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন, পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ,পিরোজপুর সদর থানার তদন্ত ওসি মোঃ তরিকুল ইসলাম পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: নাছির মল্লিক, মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুর প্রমুখ।,
সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পন্ন নিষেধ থাকবে।
এ সময় পিরোজপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা কতটা বাড়বে সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হবে। তালিকা হালনাগাদ করে তাদের সহায়তা দেয়া হবে। এ সময়ে সব ধরনের বরফ কল বন্ধ থাকবে। তাছাড়া ইলিশ ধরা পরিবহন কিংবা মজুত সবকিছুর ওপরে নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের প্রাচুর্যতা বাড়াতে সকলের সহযোগিতা চান মৎস কর্মকর্তা।
মন্তব্য করুন