সাদমান শফিক , মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর এলাকায় দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করায় ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে গ্রামটি। ফলে নদী রক্ষা বাঁধও ধসে পড়েছে। নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতনও। তাই শনিবার দুপুরে নদীপাড়ের শত শত মানুষ এর প্রতিবাদে মানববন্ধন করেছে।
মানববন্ধনে ভূক্তভোগি একাধিক ব্যক্তি জানান, দীর্ঘ দিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে সকাল থেকে দুপুর ও রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন ব্যবসায়ীরা। এতে নদীর দু’পাড়ে ব্যাপক ভাঙ্গনের মুখে পড়ে। এবারের বর্ষার শুরু থেকে বালু উত্তোলনের মাত্র আরো বেড়ে যায়। ফলে নদীরক্ষার জন্যে দেয়া জিও ব্যাগের সারিও নদীতে ভেঙ্গে পড়েছে। এলাকাবাসী বাধাঁ দিলে তাদেরও উপরে নেমে আসে নির্যাতন। এসব বালু ব্যবসায়ীরা মাদারীপুর পৌর শহরের হওয়ায় অনেকেই শহরে বসে মারধর পর্যন্ত করেছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নদীপাড়ে মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। তারা অচিরেই বালু উত্তোলন বন্ধের দাবী করেন।
পাঁচখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম সর্দার বলেন, মাদারীপুর পৌর শহরের প্রভাবশালী লোকেরা র্দীঘ দিন ধরে আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে আমাদের গ্রামের অনেক বাড়ী-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা প্রতিবাদ করলেও কোন কাজে আসছে না। ডিসি-এসপি কাছেও লিখিত দিয়েছি, তারপরেও বালু ব্যবসায়ীদের দৌরত্ম কমছে না। আমরা দাবী করছি, যেন অচিরেই বালু উত্তোলন বন্ধ হয়।
মন্তব্য করুন