সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা)
গাইবান্ধা সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন -২০১৩ এবং প্রতিবন্ধী শনাক্তকরণ কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ্ এর সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ফজলুল হক, আলোচক হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মী সহ মুক্তিযোদ্ধ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন