পর্ব :১
নিজস্ব প্রতিবেদক : জাতীয় গৃহায়ন কতৃপক্ষ অধিদপ্তরের রেকর্ড কিপার কামরুল ইসলাম ও আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বিগত অবৈধ আওয়ামী সরকারের আমলে, সরকারি চাকরির নিয়ম ভঙ্গ করে আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতার দোসর হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করে। গত ১৬ বছর যাবত ক্ষমতার অপব্যবহার করে এই একই পদে একই জায়গায় বহাল আছে, অবৈধ ভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। নামজারি, সেল পারমিশন, লেনদেন করেছে সেবা গ্রহণকারীদের জিম্মি করে ফাইল আটকে টাকা নিতেন।
নাম না বলা শর্তে অত্র প্রতিষ্ঠানের একজন বলেন কর্মচারী বলেন ।
মোহাম্মদ কামরুজ্জামান রেকর্ড কিপার ও আইন কর্মকর্তা আসাদুজ্জামান যোগাসাজেসে ঘুষ বানিজ্য, ফাইল আটকে রেখে অর্থ আদায়,প্লট, ফ্লাট বানিজ্য, নথি গায়েব সহ নানান অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত।
মোহাম্মদ আসাদুজ্জামান ও রেকর্ড কিপার কামরুল ইসলাম একটি সিন্ডিকেড গড়ে তোলেন যার মাধ্যমে তারা শত শত কোটি টাকার মালিক বনেজান।নামে বেনামে মালিক হয়েছেন একাধিক ফ্ল্যাট, প্লট, ও বাড়ি-গাড়ি।
এ বিষয় কামরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান তিনি সেবার বিনিময় কোন টাকা নেন নি, তার ব্যক্তিগত নামে কোন বাড়ি-গাড়ি নেই, চট্রগ্রামে তার একটি টিনসেড বাড়ি আছে।
প্রতিবেদন চলমান ….
মন্তব্য করুন