মোঃ সোহরাব হোসেন মুন্না,
করেসপন্ডেন্ট, রায়পুরা (নরসিংদী)
৩১ আগস্ট শনিবার রাত ৯ ঘটিকার সময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামক এলাকায় নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৪ জনের নিহত হয়।
নিহতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন্নাহার (৪০) তার ছেলে সাজিত হোসেন (১৪) সাদ্দাম হোসেনের মেয়ে সাবিহা আক্তার (১৫) এবং একই ইউনিয়নের বাটখোলা গ্রামের ইমরান আহমেদের স্ত্রী নববধূ তানজিনা আক্তার জেরিন (২২) নিহতদের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।
এই দুর্ঘনায় আরও ৪ জন আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন (৫০) ও ইমরান আহমেদকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতদের স্বজনেরা জানান তারা রাজধানী ঢাকার মিরপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামক এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তাদেরকে বহনকারী মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ রায়হান জানান, ঘটনাস্থলে এসে দেখি মাইক্রোবাসটি একেবারে দুমড়েমুচড়ে পড়ে আছে আমরা মাইক্রোবাসের দরজা ভেঙ্গে আহত ও নিহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসি।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আসকারী জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে নিহতদের মরদেহ আমাদের এখানে রাখা আছে আর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মন্তব্য করুন