1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন রাত ১২:৪২ ৮ই বৈশাখ, ১৪৩২ ২১শে এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন গ্রেফতার রাজশাহীতে অভিনব কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই ব্যাটারিচালিত রিকশা খালে : নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহার না হলে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক গুনতে হবে: বিজিএমইএ নেতাদের উদ্বেগ বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা হতে বিপুল পরিমান দেশি-বিদেশী মাদকসহ ২ টি দেশীয় অস্ত্র জব্দ রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের প্রতিনিধি দল, কাতারে যাচ্ছেন উখিয়ার রিপাও গজারিয়ায় পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

“কুমিল্লা,”তিতাসে তিনটি বসতঘর ভেঙে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র লুটপাট”থানায় অভিযোগ। 

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪৩ Time View

আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে তিনটি বসতঘর ভেঙে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র লুট করে নেয়ার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী মেঘনা উপজেলার মো. শফিউল্লা গ্রুপের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলা মজিদপুর ইউনিয়ন চর-মোহনপুর আবদুর রশিদের বাড়িতে। উভয় পক্ষের সংঘর্ষে এ সময় ৮/১০ জন আহত হয়েছে বলে জানাযায়। 

এ বিষয়ে তিতাস থানায় ৯জনকে আসামি করে ও ৩০/৪০ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ করলে ওইদিন বিকালে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাস থানা পুলিশ। 

আসামিরা হল, মেঘনা উপজেলা বালুর-চর গ্রামের, মৃত সামাদ মিয়ার ছেলে মো. মোস্তফা, মো. মোস্তফার ছেলে মো. সফিউল্লাহ, কামাল হোসেনের ছেলে জাকির হোসেন ,আলতু মিয়ার ছেলে মো. জিলানী, আ. সালামে ছেলে মো.শরিফ মিয়া, মোস্তফার ছেলে মো. বিল্লাল হোসেন, মৃত আইয়ুব মিয়ার ছেলে মো. জালাল মিয়া, মো. জালাল মিয়ার ছেলে মোখলেছ মিয়া, কামাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন  হোসেন’সহ আরো অজ্ঞাতনামা ৩০/৪০জন।

ভুক্তভোগী আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, গত ৩৫ বৎসর যাবত আমার বসত বাড়ীতে আমি ০৩টি দোচালা টিনের বসত ঘর উঠাইয়া এবং আমার ওই ঘরে ০২টি বৈদ্যুতির মিটার স্থাপন করে আমি সহ আমার পরিবারের লোকজন বসবাস করে আসছি । উল্লেখিত আসামীরা আমার পাশাপাশি থানার লোক ও পরস্পর আত্মীয়, একদলভুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদুসা, দাঙ্গাবাজ ও দুর্ধর্ষ প্রকৃতির লোক। তাহারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, দাঙ্গা-হাঙ্গামা, মানুষের জায়গা জোর পূর্বক দখল সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত । তাদের সাথে পূর্ব হইতে জায়গা সম্পত্তি নিয়ে আমার বিরোধ ও বিজ্ঞ আদালতে মামলা মোকাদ্দমা চলমান । এরই জেরে বৃহস্পতিবার শফিউল্লার নেতৃত্ব ৩০/৪০ জনের ভাড়াটিয়া গুন্ডাবাহিনী, লাঠিসোটা, লোহার রড, লোহার পাইপ, লোহার শাবল, ছুরি, চাপাতি ও রামদা নিয়া এসে আমার বসতঘর ভাংচুর শুরু করে। তখন আমার বসতঘর ভাংচুর করিতে বাধা দিলে তারা আমার ছেলে,  স্ত্রী,আমার মেয়ে, বোন, ভাগনী,পুত্রবধূ, ও আমার ভাতিজী আমাকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের এলোপাতারি পিটিয়ে জখম ও রক্তাক্ত করে আমার মেয়ের গলায় থাকা ১টি ১ভরি ওজনের স্বর্ণের চেইন, ঘরের ভিতর থাকা ১টি ষ্টীলের আলমারী, ফ্রিজ, সেলাই মেশিন, নগদ টাকা, ৩ভরি স্বর্নালংকার , ১৬ভরি রুপা, তিনটি মোবাইল সেটসহ আমাদেত গোয়ালের গরু লুট করে নিয়ে যায়। এতে আমি নিঃশ হয়ে গেছি।আমি এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শফিউল্লাহ জানান, এই যায়গা আমার পিতার নামে যা ৪৫ বছর যাবৎ আমরা ভোগদখল করে আসছি । তাছাড়া বিএস এবং বি আরও আমার বাবার নামে। আব্দুর রশিদ এই সম্পত্তির মালিক হয় কিভাবে? ওইখানে দুইটি বসতঘরও আমাদেরই তোলা। তাছাড়া ঘর করার জন্য কিছুদিন পুর্বে আমি বালুও ভরাট করেছি। ওই যায়গায় ঘর উঠাতে গেলে রশিদ মিয়ার পরিবার উল্টো আমাদের উপর হামলা করেছে।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, বিষয়টি আমার গুরুত্বসহ দেখছি। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও রয়েছে। দখল বেদখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সমস্যা সমাধানের লক্ষে আমরা কাজ করছি । 

,

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights