মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর,কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বন্যার পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দুইটি হলো বাঘাইরামপুর গ্রামের প্রবাসী মো.মনির হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০) ও প্রবাসী মো.মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার(০৯)। তারা সম্পর্কে আপন চাচাত বোন। নিহত দুই বোন স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী।
স্থানীয় প্রতিবেশী সুত্রে জানাযায়, আজ রবিবার সকালে তাদেরকে পাশের গ্রাম নয়াকান্দি খাদিজা তুল কোবরা মহিলা মাদ্রদসা দিয়ে আসে তার পরিবার। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানির শ্রোতে ভেসে যায় তারা দুই বোন।এলাকাবাসী খবর পেয়ে প্রায় দুই ঘন্টা অনেক খোঁজা খুজির পর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সরফরাজ খাঁন জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া দুই শিশু হাসপাতালে আনার আগে মৃত্যু হয়।
মন্তব্য করুন