মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
বিপুল উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ।
রবিবার (১৬ জুন) লাখো মুসল্লীর অংশগ্রহণে সকাল ৫ টা ৫০ মিনিটে আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে অনুষ্ঠিত হয় দেশটির বৃহত্তম ঈদের জামাত। এর আগে দেশটির অন্যান্য রাজ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৫ টা ৪১মিনিট থেকে ৫ টা ৪৫ মিনিটের মধ্যে।
ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি সহ ভার্চুয়ালি ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরিবার থেকে হাজার মাইল দূরে থাকা প্রবাসীরা। আবার সাধ্যানুযায়ী পশু কুরবানীও করছেন কেউ কেউ।
ঈদকে ঘিরে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করলেও অতিরিক্ত বিমান ভাড়ার কারনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি অনেক প্রবাসী। তাই ঈদকে ঘিরে বিমান ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান প্রবাসীরা।
মন্তব্য করুন