মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর
কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাপনী দিনে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমানের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো.মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. ওমর ফারুক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনাবেগম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো.ইউনুস মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
মন্তব্য করুন