সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা):
মুমূর্ষুদের বাঁচাতে প্রাণ, আসুন করি রক্তদান এই প্রতিপাদ্যে, গৌরব ঐতিহ্য ও সাফল্যের ১৬তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রংপুর বিভাগীয় ২য় সন্মেলন অন্বেষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুকবার (৭ জুন) গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি উম্মে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ডিপুটি কো- অর্ডিনেটর ড.এ এম খালেদ,প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, আল সাজিদুল ইসালম দুলাল,গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি মানবাধিকারকর্মী- এ, কে, এম, সালাহ উদ্দিন (কাশেম), ও সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য সচিব, ইস্রাফিল চৌধুরী লিয়ন।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সজিূুদুল ইসলাম তার বক্তব্যে বলেন বর্তমান প্রজন্মের তরুণ ও যুবদের অভিনব ডিজিটাল ব্লাড ডোনেটিং অনলাইন সংগঠন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ। যার মাধ্যমে,স্বেচ্ছায় রক্তদাতা ও রক্ত গ্রহীতাদের সংযোগ ও সামাজিক উন্নয়নের সম্পর্ক সৃষ্টি করা হয়েছে।
গৌরব ঐতিহ্য ও সাফল্যের ১৬তম বর্ষে পথ চলায় প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৩৫ হাজার সদস্যের একটি পরিবার যা ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেছে এছাড়াও
নৈতিকতার অবক্ষয় রোধে জনসচেতনতা করণীয় শীর্ষক আলোচনা, মাদক বিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা,বিদ্যুৎ, গ্যাস এবং পানির অবচ
মন্তব্য করুন